মেলা থেকে তরুণীকে জোর করে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের দুইনেতার বিরুদ্ধে। ঘটনায় বৈষ্ণব নগর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তৃণমূলের কৃষ্ণপুর অঞ্চলের যুব সভাপতি জসিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি আলম শেখ ঘটনার পর থেকে পলাতক।
ঘটনাটি বৈষ্ণবনগর থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। ওই তরুণীর পরিবার সূত্রে জানা যায়, তরুণীর বাড়ির বাইরে একটি চায়ের দোকান রয়েছে। সেই সূত্রে চায়ের দোকানে অনেকেই ওঠাবসা করে। ওই তরুণীও বাবার অবর্তমানে মাঝেমধ্যে চায়ের দোকান সামলাতো। অভিযুক্ত তৃণমূলের দুই নেতাও মাঝেমধ্যে দোকানে আসতো চা খেতে। অভিযোগ, রবিবার ওই তরুণী পার্শ্ববর্তী গ্রামের মেলায় নাটক দেখতে গিয়েছিল। সেই সময় তাকে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে যায় দুই অভিযুক্ত বলে অভিযোগ। এরপরেই জোর করে তাকে একটি মাঠের মধ্যে পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্তরা বলে অভিযোগ উঠেছে। এদিকে তরুণীর চিৎকারে কয়েকজন ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। তরুণী অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মালদহ মেডিকেল কলেজে রেফার করে। ঘটনায় বৈষ্ণবনগর থানায় দুইজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরজন পলাতক।